1. admin@alokitomehendiganj.com : admin :
  2. munsinews1981@gmail.com : Ibrahim Ibrahim : Ibrahim Ibrahim
  3. jibnrubel@gmail.com : Rubel Talukder : Rubel Talukder
কালের স্বাক্ষী কাজীরহাটের ৭০০ বছরের পাকা মসজিদ - আলোকিত মেহেন্দিগঞ্জ ।। Alokitomehendiganj
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
নোটিশ :
থান - কলেজ ও ‍ইউনিয়ন সমূহে প্রতিনিধি নিয়োগ চলছে...মেধাবীদের কাছ থেকে আবেদন আহ্বায়ন করা যাচ্ছে ।
সংবাদ শিরোনাম :
বরিশালে আতাহার উদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজে নকলের মহা উৎসব, সহযোগিতায় রয়েছেন শিক্ষকরা! সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করছেন ছাত্রনেতা গোলাম রাব্বি রাজাপুর-১ আসনের বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হাবিবুর রহমান সেলিম রেজা বিএমপি’র ৩টি ক্যাটাগরিতে এয়ারপোর্ট থানার শ্রেষ্ঠত্ব অর্জন বাউফলে হামলায় নারীর মৃত্যু সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ ও রোজা পালন করা জায়েজ ফতোয়া দিয়ে বিপাকে ঈমাম। বরিশাল -৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ হেলাল উদ্দিন মিয়া! আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ সদস্য গ্রেফতার মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মনোরম পরিবেশ নজর কাড়ছে সবার!  বাংলা নববর্ষ উপলক্ষে মেহেন্দিগঞ্জে বিএনপির ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

কালের স্বাক্ষী কাজীরহাটের ৭০০ বছরের পাকা মসজিদ

  • আপডেটের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২৭৯ ০ বার

রাসেল কবির ।।

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানার ঐতিহ্যবাহী পাকা মসজিদ প্রায় ৭০০বছরের পুরাতন মসজিদ টি ১ গুম্বুজ বিশিষ্ট ছোট আকারের পাকা মসজিদ নামে অনেকেই জানেনা। এত পুরাতন মসজিদ কোথায় আছে।এ মসজিদ নিয়ে অনেকেই রহস্যে ঘেরা বলে মন্ত্যব করেন। কাজীরহাট থানার লতা ইউনিয়নের উত্তর আসলী সন্তোষপুর গ্রামের সরদার বাড়ির দক্ষিন কর্নারে পশ্চিম প্রান্তে অবস্তিত।সরোজমিনে দেখা যায় ছোট একটি মসজিদ ১ গুম্বুজ বিশিষ্ট মসজিদের সাথে স্থানীয়রা একটি বারান্দা নিম্র্ান করেছে।ঐ বারান্দায় একটি সাইনবোর্ট সাটানো দেখা গেছে লেখা রয়েছে। মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম।ধর্ম বিষয়ক মন্ত্রালয় সহজ কুরআন শিক্ষা,কেন্দ্র ইসলামিক ফাউন্ডেশন বরিশাল।স্থানীয়রা জানিয়েছে এই মসজিদের আশপাশ দিয়ে কোন লোকজন হেটে যেতে সাহস ছিলনা।অনেক পূর্বে মসজিদের ভিতরে ভো-ভো করে শব্দর আওয়াজ বের হইতো। আরো জানাগেছে মসজিদ এখনও কোন অংশ ভেঙ্গে পড়েনী তবে দু’ একটা ফাটল দেখা দিয়েছে মাঝে মধ্যে ফাটলের স্থানে মেরামত করা হয়। মসজিদের ভিতরে ডুকে উপরের দিকে তাকালে অনেক উপরে গুম্বুজের মিনার অনুভব হয় বলে জানালেন। অনেকে বলে আল্লাহর দেওয়া গায়েবী মসজিদ উঠেছে।পাকা মসজিদ সর্ম্পকে কথা হয় মসজিদ কমিটির সভাপতি মোঃ আলতাফ হাওলাদারের (৬৫)’র সাথে তিনি জানায় আমার দাদা,দাদী,বাবা ও মায়ের মুখে শুনেছি মসজিদ কে নির্মান করেছে তারা ও জানেনা। প্রায় ৭০০ বছর হবে বলে ধারনা করেন এলাকাবাসী। গ্রাম্য ভাষায় আরো বলে আমাদের বংশধর ৬ পুরী লোকজন এই মসজিদ দেখে গেছেন এখন আমরা ও দেখতে আছি। তবে মসজিদের ভিতরে লেখা রয়েছে নির্মান কারী আফেরউদ্দিন হাওলাদার এই লেখা প্রায় ৪০০ বছরের পূর্বে ধারনা করছে সিকদার বাড়ির লোকজনেরা। বীরমুক্তিযোদ্ধা খালেক সরদার(৮০)’র সাথে তিনি জানায় পাকা মসজিদ অবস্থিত ৮০ শতাংস জমি আছে।আমি পাশাপাশি নতুন একটি মসজিদ নির্মান করার পরিকল্পানা নিয়েছি অচিরেই।তবে পাকা মসজিদ টি এভাবেই থাকবে। মসজিদ টি অবস্থিত যে স্থানে আমারা দেখী নাই তবে আমার দাদার আমলের লোকজনেরা দেখেছে ঝোপ জঙ্গলে চারপাশ ভরা ছিল পর্যায়ক্রমে পরিস্কার করে মসজিদের আজান ও নামাজের ব্যবস্থা করা হয়। পাশাপাশি মসজিদে শিশু ভিত্তিক গনশিক্ষা কার্যক্রম চালু করা হয়।

এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও খবর দেখুন