1. admin@alokitomehendiganj.com : admin :
  2. munsinews1981@gmail.com : Ibrahim Ibrahim : Ibrahim Ibrahim
  3. jibnrubel@gmail.com : Rubel Talukder : Rubel Talukder
বরিশাল -৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ হেলাল উদ্দিন মিয়া! - আলোকিত মেহেন্দিগঞ্জ ।। Alokitomehendiganj
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
থান - কলেজ ও ‍ইউনিয়ন সমূহে প্রতিনিধি নিয়োগ চলছে...মেধাবীদের কাছ থেকে আবেদন আহ্বায়ন করা যাচ্ছে ।
সংবাদ শিরোনাম :
বরিশালে আতাহার উদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজে নকলের মহা উৎসব, সহযোগিতায় রয়েছেন শিক্ষকরা! সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করছেন ছাত্রনেতা গোলাম রাব্বি রাজাপুর-১ আসনের বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হাবিবুর রহমান সেলিম রেজা বিএমপি’র ৩টি ক্যাটাগরিতে এয়ারপোর্ট থানার শ্রেষ্ঠত্ব অর্জন বাউফলে হামলায় নারীর মৃত্যু সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ ও রোজা পালন করা জায়েজ ফতোয়া দিয়ে বিপাকে ঈমাম। বরিশাল -৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ হেলাল উদ্দিন মিয়া! আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ সদস্য গ্রেফতার মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মনোরম পরিবেশ নজর কাড়ছে সবার!  বাংলা নববর্ষ উপলক্ষে মেহেন্দিগঞ্জে বিএনপির ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

বরিশাল -৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ হেলাল উদ্দিন মিয়া!

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৯ ০ বার

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।

আগামী ২৬ সালের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এমন অবস্থায় নির্বাচনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিএনপি, জামায়াত এবং ইসলামি আন্দোলনের মনোনয়ন প্রত্যাশীরা।

বরিশাল -৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ ও কাজীরহাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে আলোচনায় উঠে এসেছে বিএনপি নেতা সাউথ সি গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানির ডাইরেক্টর মোঃ হেলাল উদ্দিন মিয়ার নাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী তিনি। এ কারণে তাঁর সমর্থক এবং স্বজনরা নির্বাচনী এলাকায় তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

রাজনৈতিক ইতিহাস খুঁজতে গিয়ে জানা যায়, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কাশীপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, বিএম কলেজ এর সাবেক ছাত্রনেতা, চিটাগং ইঞ্জিনিয়ারিং কলেজ কুদরত-ই ক্ষুদা হল শাখার ছাত্রদলের সাবেক সভাপতি, অষ্টিয়া বিএনপির সাবেক প্রচার সম্পাদক, লন্ডন বিএনপির এন্ড ফিল্ড শাখার কার্যকরি কমিটির সদস্য, বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সহ-সভাপতি।

ইতিমধ্যে তিনি সামাজিক এবং জনসেবার মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন। তিনি লন্ডন প্রবাসী হলেও নির্বাচনকে সামনে রেখে কয়েক মাস আগ থেকে বাংলাদেশে অবস্থান করছেন।

তার ঐকান্তিক প্রচেষ্টায় জাইকার অর্থায়নে হিজলা মেহেন্দিগঞ্জের অভ্যন্তরীন অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, নিরাপদ পানি, অত্যাধুনিক সোলার বিদ্যুৎ উৎপাদন ও জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় ১০.০০০|= ( হাজার কোটি টাকা প্রকল্প গ্রহণ। সাউথ সি গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে সংসদীয় বরিশাল (৪) আসনের নদীভাঙ্গন ও অবকাঠামোগতভাবে পিছিয়ে থাকা এলাকার টেকসই উন্নয়নের লক্ষ্যে সাউথ সি গ্লোবাল ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় সময়োপযোগী ও আধুনিক প্রকল্প গ্রহণ করেছেন।

প্রস্তাবিত প্রকল্পসমূহঃ ১। নদীভাঙন প্রতিরোধ যেমন হিজলা উপজেলার মেহেদিগন্জের নদী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ।
২। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যেমন হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার অভ্যন্তরীণ কাঁচা রাস্তার উন্নয়ন ও পুনঃনির্মাণ।
প্রয়োজনীয় পাকা রাস্তা নির্মাণ ও পুনঃনির্মাণ।
৩। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন যেমন স্থানীয় মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজসমূহের অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন।
৪। জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে বঙ্গোপসাগর নির্ভর হিজলা উপজেলার ইলিশ শিকারি জেলেদের জন্য স্বাস্থ্য, আবাসন ও নিরাপত্তা সংক্রান্ত সহায়তা প্রদান।
৫। দুই উপজেলার জনগণের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলা।
৬। দুই উপজেলায় অত্যাধুনিক সোলার বিদ্যুৎ উৎপাদন।
মেহেন্দিগঞ্জ উপজেলাবাসী উক্ত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অঞ্চলটির আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

প্রতিক্রিয়ায় মোঃ হেলাল উদ্দিন মিয়া বলেন, বাংলাদেশ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে ১৯৮৪ সাল হইতে আমার রাজনৈতিক পথচলা শুরু। আমার ছোট বেলা থেকেই দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া ছাত্রদলের রাজনীতির সাথে আমি যুক্ত হই। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমার পথচলা। আগামী দিনে দলের প্রয়োজনে নিজের সর্বোচ্চ ত্যাগ শিকার করার জন্য প্রস্তুত আছি।

এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.

এই ক্যাটাগরির আরও খবর দেখুন