ঝালকাঠি প্রতিনিধি // ঝালকাঠি জেলার উদীয়মান ছাত্রনেতা সরদার গোলাম রাব্বি বর্তমানে তরুণ সমাজের মাঝে মানবিকতা, নেতৃত্ব এবং দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজনৈতিক পরিচয়ের গণ্ডি পেরিয়ে তিনি নিজেকে একজন সমাজকর্মী ও মানবসেবী হিসেবে গড়ে তুলছেন। ঝালকাঠি জেলা ছাত্রদলের বর্তমান কমিটির একজন সক্রিয় সদস্য হয়েও তিনি কেবল রাজনীতিতে সীমাবদ্ধ নন, মানুষের পাশে দাঁড়ানোই তাঁর প্রধান লক্ষ্য।
সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন সেবামূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তার উদ্যোগে গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, শীতবস্ত্র প্রদান, কাঁচা রাস্তাঘাট মেরামত, বন্যাদুর্গতদের সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ এবং HSC ও SSC পরীক্ষার্থীদের ফরম পূরণের সহযোগিতা উল্লেখযোগ্য।
এছাড়াও তিনি নিয়মিত রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করে এলাকার জরুরি চিকিৎসাসেবায় সহযোগিতা করে চলেছেন। তিনি ঝালকাঠির অন্যতম মানবিক সংগঠন “বিনয়কাঠি ব্লাড ডোনার্স ফাউন্ডেশন”-এর একজন সম্মানিত সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের মতে,
“সরদার গোলাম রাব্বি কেবল একজন ছাত্রনেতা নন, তিনি এই প্রজন্মের অনুকরণীয় সমাজসেবক। সুখে-দুঃখে সবসময় মানুষের পাশে থেকে তিনি একজন সত্যিকারের নেতৃত্বদানকারী চরিত্র হয়ে উঠেছেন।”
তরুণদের মধ্যেও তিনি ইতোমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছেন তাঁদের সমাজকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করে ভবিষ্যতের জন্য একটি সচেতন প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখায়।
এ বিষয়ে সরদার গোলাম রাব্বি বলেন, “রাজনীতি মানে শুধু পদ-পদবি নয়, মানুষের হৃদয়ে স্থান করে নেওয়াই সাফল্যের আসল মানদণ্ড। আমি সবসময় চেষ্টা করি—মানুষের পাশে থেকে তাদের কষ্ট ভাগ করে নিতে। ভবিষ্যতেও আমি এই সেবামূলক ধারাকে অব্যাহত রাখতে চাই।”
অঞ্চলের বিশিষ্ট নাগরিকরা প্রত্যাশা করছেন, এই তরুণ নেতৃত্ব ভবিষ্যতে আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করবেন এবং ঝালকাঠিকে একটি উন্নত ও মানবিক জেলার রূপ দিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।