নিজস্ব প্রতিবেদত // বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে ৩টি আলাদা আলাদা ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন এয়ারপোর্ট থানা। মাদক উদ্ধার, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক এবং তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে হারানো মোবাইল উদ্ধারে অনন্য সফলতা অর্জন করায় এয়ারপোর্ট থানা পুলিশকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে বৃহস্পতিবার (১৯ জুন) মাসিক অপরাধ দমন ও পর্যালোচনা সভায় এয়ারপোর্ট থানা পুলিশের ওসি ইন্সপেক্টর মোঃ জাকির শিকদারের হাতে ওই পুরস্কারের সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার শামীম হোসেনসহ বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মে মাসে সর্বোচ্চ পরিমাণে মাদক উদ্ধার, সর্বোচ্চ সংখ্যক ওয়ারেন্টি আসামি গ্রেফতার এবং হারানো মোবাইল উদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জনে ৩টি আলাদা সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় এয়ারপোর্ট থানাকে।
একসঙ্গে ৩টি পুরস্কার লাভের অনন্য গৌরব অর্জনের পরে বিএমপি’র এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির শিকদার নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘বিশ্বখ্যাত বিজ্ঞানী ও গবেষক জোনাস সাল্ক বলেছিলেন- “ভালো কাজ করার জন্য পুরস্কার হলো আরও ভালো কিছু করার সুযোগ।” ভালো কাজে পুরস্কার পেলে আত্মবিশ্বাস আরও বেড়ে যায়। এর পাশাপাশি বেড়ে যায় এগিয়ে চলার প্রবণতা। এয়ারপোর্ট থানাধীন সকল সুনাগরিকদের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। দুষ্টের দমন আর শিষ্টের পালনে বরিশালের সেরা জনসেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করতে চাই এয়ারপোর্ট থানাকে।