1. admin@alokitomehendiganj.com : admin :
  2. munsinews1981@gmail.com : Ibrahim Ibrahim : Ibrahim Ibrahim
  3. jibnrubel@gmail.com : Rubel Talukder : Rubel Talukder
মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মনোরম পরিবেশ নজর কাড়ছে সবার!  - আলোকিত মেহেন্দিগঞ্জ ।। Alokitomehendiganj
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন
নোটিশ :
থান - কলেজ ও ‍ইউনিয়ন সমূহে প্রতিনিধি নিয়োগ চলছে...মেধাবীদের কাছ থেকে আবেদন আহ্বায়ন করা যাচ্ছে ।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মনোরম পরিবেশ নজর কাড়ছে সবার! 

  • আপডেটের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১০ ০ বার

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি!

প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ স্বাস্থ্যসেবার জন্য অনেকটাই নির্ভর করে উপজেলার সরকারি হাসপাতালের ওপর। সব শ্রেণি-পেশার নিম্ন আয়ের মানুষের ভরসাস্থল এই সরকারি হাসপাতাল। এখানে সেবা নিতে আসা বেশির ভাগ মানুষই অসচেতন।

সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতাল বলতে চিরায়ত যে চিত্র সবার চোখে ভাসে সেটা হলো অস্বাস্থ্যকর পরিবেশ। কিন্তু এই চিত্রটা মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে কেউ পাবে না। উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা (টিএইচ) ইমরানুল হক হাসপাতালের পরিবেশ সুন্দর করার পাশাপাশি সবুজায়নের চেষ্টা করেছেন। হাসপাতালের এমন কোনো খালি জায়গা নেই যেখানে গাছ লাগানো হয়নি। ছোট থেকে বড় সব ধরনের গাছের দেখা এখানে পাওয়া যাবে। অসংখ্য ফুলের গাছও আছে। এদিকে, হাসপাতালের পরিবেশ সুন্দর করার পাশাপাশি মেহেন্দিগঞ্জবাসীর স্বাস্থ্যসেবায় আস্থার জায়গাও করে নিয়েছে এই হাসপাতাল। রোগীরা এখানে এসে যখন সবকিছু গোছানো দেখেন তখন তারা পরবর্তীতে আরেকজনকে আসার জন্য উৎসাহিত করেন। আর এ কারণেই হয়তো প্রতিদিন ১ হাজার থেকে দেড় হাজার রোগী এই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থাকেন। আস্থার জায়গা থেকেই এত রোগী এখানে এসে চিকিৎসা নিয়ে থাকেন বলে মনে করছেন চিকিৎসকরা। এছাড়া, হাসপাতালে দালালদের দৃশ্যমান তৎপরতাও নেই। নেই ওষুধ কোম্পানির লোকজনের অবাধ উপস্থিতি। গোটা হাসপাতাল এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। হাসপাতালের চতুর্পাশে এক সময় ময়লার ভাগাড়। দুর্গন্ধে যাওয়া যেত না আশপাশে। পরিস্কার করা হত হাসপাতালের রোগীদের নোংরা কাপড় চোপড়। ফলে ডাস্টবিনে পরিণত হয়েছিল।

পরিস্কার করে ধাপে ধাপে সেখানে মনোরম পরিবেশ ফিরিয়ে এনেছেন। হাসপাতালে ঘুরতে আসা স্থানীয় দর্শনার্থীরা বলেন অসাধারণ সুন্দর প্রাঙ্গণ। প্রতিদিন সন্ধ্যার পর এখানে এসে থাকি। বলা যায়, মুহূর্তেই ভালো করে দেবে যে কারও মন। শুনেছি এখানে আগে নাকি ময়লার ভাগাড় ছিল। কিন্তু এইটাকে পরিস্কার করে কত সুন্দর পরিবেশ তৈরি করা হয়ছে। হাসপাতালসংলগ্ন রাস্তাগুলো প্রতিদিন পরিষ্কার করা হয় এবং সেগুলোতে লাগানো হয়েছে বিভিন্ন ফুল ও ফলের গাছ। ফলে এখানে প্রবেশ করলেই রোগী ও দর্শনার্থীদের চোখে পড়ে এক মনোরম পরিবেশ, যা স্বাচ্ছন্দ্যের অনুভূতি এনে দেয়। রোগীরা শুধু চিকিৎসা নয়, পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশের মধ্যেও স্বস্তি পান। পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর পরিবেশ এবং সু চিকিৎসা নিশ্চিত এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.

এই ক্যাটাগরির আরও খবর দেখুন