নিউজ ডেস্ক ।।
মেহেন্দিগঞ্জ পৌরসভার চরহোগলা ওয়ার্ডের জামাই পাড়া এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার সময় ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলেন, পৌরসভার চরহোগলা ১ নং ওয়ার্ডের জামাই পাড়ার মহিলা মাদরাসা এলাকা হতে আনুমানি ২দিন বয়সী একটি ছেলে নবজাতক
কখন যেন রেখে যাওয়া হয়। আজ সকালে কয়েকজনে তা দেখতে পান। এরপর মেহেন্দিগঞ্জ থানা-পুলিশে সংবাদ দেয়। পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। কে বা কারা কী কারণে ওই নবজাতকের লাশ ফেলে গেছে, তা জানতে পারেনি পুলিশ।
Leave a Reply