নিজস্ব প্রতিবেদক // মেহেন্দিগঞ্জের কাজিরহাট থানার জয়নগর ইউনিয়নে শালিশ বৈঠকে জামাতার বিরুদ্ধে স্ত্রী ও শাশুড়ীকে কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে । আহতরা হলেন শাশুড়ী মোনজেরা বেগম (৪৫) স্ত্রী-জফুরা বেগম (২০)। এতে গুরুত্বর আহত মোনজেরা ও জফুরাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার অবস্থার অবনতি দেখে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। জানা যায়, জামাতা বাদশা মিয়ার সাথে তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধের জেরে পাল্টা-পাল্টি মামলা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল (২৯ আগষ্ট) রোববার দুপুর আনুমানিক ১টার সময় বিষয়টি সমাধানে ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সেকান্দর আলী জাফরের বাড়িতে বসে ক্ষিপ্ত হয়ে স্ত্রী ও শাশুড়ী উপর জামাতা বাদশা হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। উল্লেখ্য, আহতরা ওই ইউনিয়নের ৮নং কসবা ওয়ার্ডের নাগর দেওয়ান’র স্ত্রী এবং মেয়ে। ।হামলায় অভিযুক্ত জামাতা বাদশা মিয়া বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার কাঞ্চন আলী খা’র ছেলে ।
Leave a Reply