1. admin@alokitomehendiganj.com : admin :
  2. munsinews1981@gmail.com : Ibrahim Ibrahim : Ibrahim Ibrahim
  3. jibnrubel@gmail.com : Rubel Talukder : Rubel Talukder
মাসিকের সময় তীব্র ব্যথা হলে কী করবেন? - আলোকিত মেহেন্দিগঞ্জ ।। Alokitomehendiganj
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
থান - কলেজ ও ‍ইউনিয়ন সমূহে প্রতিনিধি নিয়োগ চলছে...মেধাবীদের কাছ থেকে আবেদন আহ্বায়ন করা যাচ্ছে ।
সংবাদ শিরোনাম :
বরিশালে আতাহার উদ্দিন হাওলাদার ডিগ্রি কলেজে নকলের মহা উৎসব, সহযোগিতায় রয়েছেন শিক্ষকরা! সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করছেন ছাত্রনেতা গোলাম রাব্বি রাজাপুর-১ আসনের বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হাবিবুর রহমান সেলিম রেজা বিএমপি’র ৩টি ক্যাটাগরিতে এয়ারপোর্ট থানার শ্রেষ্ঠত্ব অর্জন বাউফলে হামলায় নারীর মৃত্যু সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশে ঈদ ও রোজা পালন করা জায়েজ ফতোয়া দিয়ে বিপাকে ঈমাম। বরিশাল -৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ হেলাল উদ্দিন মিয়া! আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ সদস্য গ্রেফতার মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মনোরম পরিবেশ নজর কাড়ছে সবার!  বাংলা নববর্ষ উপলক্ষে মেহেন্দিগঞ্জে বিএনপির ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

মাসিকের সময় তীব্র ব্যথা হলে কী করবেন?

  • আপডেটের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৯১ ০ বার
অনলাইন ডেস্ক // মেয়েদের মাসিকের সময় ব্যথা হওয়া স্বাভাবিক ব্যাপার। তবে যদি তীব্র ব্যথা হয় তাহলে অন্য কোনো সমস্যা থাকতে পারে। এক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা করা প্রয়োজন বলে মনে করেন বারডেম জেনারেল হাসপাতালের গাইনি ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. রুমা সেন গুপ্ত।

আজ রোববার বিশ্ব মাসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দৈনিক আমাদের সময়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ অভিমত জানান।

সাধারণত কত বছর বয়সে পিরিয়ড শুরু হয় ?

ডা. রুমা সেন গুপ্ত:  প্রতিমাসে মেয়েদের মাসিক হওয়া একেবারে স্বাভাবিক ব্যাপার। আগে ছিল ১২ বা ১৩ বছর বয়সে প্রথম মাসিক শুরু হতো। তবে এই সময়টা এখন একটু এগিয়ে এসেছে। এখন ৯ বা ১০ বছর বয়সে প্রথম মাসিক হয়।

সাধারণত কতদিন পিরিয়ড চলে ?

ডা. রুমা সেন গুপ্ত:  এটা তিন-চার দিন বা অনেক সময় সাতদিনও থাকে। এটা বডির স্বাভাবিক একটা ঘটনা।  প্রতি মাসে মাসিক হচ্ছে তার মানে আমরা বুঝি, একটা মেয়ের হরমোনের সব ব্যাপার, শরীরের গঠন সব কিছু স্বাভাবিক অবস্থায় আছে।

মাসিকের সময় কেন ইনফেকশন হয়?

ডা. রুমা সেন গুপ্ত:   এই সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি। হাইজিন মেইনটেইন করাটা এতোটা জরুরি যে, এটা যদি না করা হয়, তখন ইনফেকশন করা শুরু হয়। তার জন্য পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা গ্রামে খুব একটা নেই। অনেক জায়গায় এখনো স্যানিটারি প্যাড ব্যবহার করে না। কাপড় বা অন্য জিনিস ব্যবহার করা হয়। তাতে ইনফেকশনটা ছড়ায়।

মাসিকের সময় কেন তলপেটে ব্যথা হয়?

ডা. রুমা সেন গুপ্ত:  বডির কিছু রিডাকশনের কারণে তলপেটে ব্যথা  হয়।  এই ব্যথাটা স্বাভাবিক ঘটনা। আবার এই ব্যথাটা অন্য কারণেও হতে পারে। তবে কিছু ব্যথা অস্বাভাবিক হয়, পুরো মাসিক-জুড়ে ব্যথা হয়। এটা কম বয়সী মেয়েদের বেশি হয়। একে বলা হয় এন্ডোমেট্রিয়োসিস। এই এন্ডোমেট্রিয়োসিসে অনেক বেশি ব্যথা হয়। এই অস্বাভাবিক ব্যথা হলে আমরা ধরে নিই অন্য সমস্যা আছে। এক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সমস্যা চিহ্নিত করে চিকিৎসা করা হয়।

 কেন মাসিক অনিয়মিত হয়?

ডা. রুমা সেন গুপ্ত:   যে বয়সে প্রথম মাসিকটা শুরু হলো তার থেকে দু বছর পর্যন্ত একটু অনিয়মিত মাসিক হতে পারে।  এটা নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই।  অনেক সময় সবাই ভাবে বেশি বেশি রক্ত বেরিয়ে যাওয়াই ভালো। এতে অনেক সময় রক্তশূন্যতা দেখা দেয়। মাসিক তিন থেকে পাঁচ দিন পর্যন্ত থাকতে পারে। কিন্তু পরিমাণ রক্ত গেল, আমি দুর্বল হয়ে যাব না। এই বিষয়গুলোর ব্যাপারে সচেতন দরকার।  অনেকে ভাবে ব্যথা তো হবেই, ব্যথা হচ্ছে বলে আমরা এটা সহ্য করি। কিছু ব্যথা স্বাভাবিক, তবে সব ব্যথা না। অনেক মেয়ে বাইরের খাবার খাওয়ার জন্য মোটা হয়ে যায়, ওজন বেড়ে যায়, থাইরয়েড বা অন্য হরমোনাল সমস্যা হয়। এ ক্ষেত্রে তাদের মাসিক অনিয়মিত হয়।

মাসিকের সময় অনেকে ট্যাম্পন বা কাপ ব্যবহার করে। এ বিষয়ে আপনার অভিমত কি?

ডা. রুমা সেন গুপ্ত:   মাসিকের সময় সচেতনতার বিষয়ে তিনি বলেন, স্যানিটারি প্যাড সব সময় প্রচণ্ড দরকার। প্যাড পুরো ভিজে না গেলেও চেঞ্জ করা, নিয়মিত সময় পর পর পরিবর্তন করা দরকার। অনেকে এখন ট্যাম্পন বা কাপ ব্যবহার করে।  এটা খুব একটা হাইজিনিক ব্যাপার না। যারা একটু ধনী পরিবার থেকে আসে, তারা এগুলোর দিকে ঝোঁকে। তবে আমরা এগুলোকে সাজেস্ট করি না। কারণ এগুলো সচেতনভাবে ব্যবহার করতে হয়। তা না হলে এগুলো থেকে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে। স্যানিটারি প্যাডটাই বেস্ট।

এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.

এই ক্যাটাগরির আরও খবর দেখুন