২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা কুড়া পক্ষীর শূন্যে উড়া।
আন্তর্জাতিক প্রতিযোগিতা: ইনোভেশন ইন মুভিং ইমেজেস বিভাগে সিনেমাটি যৌথভাবে সেরা পুরস্কার জিতেছে। উৎসবের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খবরটি কুড়া পক্ষীর শূন্যে উড়া নির্মাতা নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্মাতা পোস্টে লিখেছেন, ‘যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র! এই পুরস্কার প্রিয় বন্ধু, প্রয়াত গাজী মাহতাব হাসান এবং সকল কলাকুশলী ও অভিনয় শিল্পীর প্রতি উৎসর্গ করছি।‘
উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছিল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ছবিটি এমনিতেও প্রশংসা কুড়িয়েছে কলকাতার দর্শক মহলে। ছবির কাহিনি ও নির্মাণ নিয়ে ইতিবাচক আলোচনা করেছেন কলকাতার দর্শক।