নিউজ ডেস্ক।।
বরিশালের মেহেন্দীগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান মাহফুজ আলম লিটন সরদারের উপর হামলার ঘটনা ঘটেছে।
রবিবার (১৩ মার্চ) মেহেন্দীগঞ্জের গাবতলী বাজারের মোড়ে আমিনুলের চায়ের দোকানের সামেন ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানায়,গাবতলী বাজারের মোরে একটি চায়ের দোকানে ক্রিকেট খেলা নিয়ে উপজেলা চেয়ারম্যানের সাথে কিছু লোকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহতির ঘটনা ঘটলে উপজেলা চেয়ারম্যানের মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
এ সম্পর্কে জানতে চাইলে কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, গাবতলী বাজারের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয় উপজেলা চেয়ারম্যান। এ ঘটনায় অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।
আহত উপজেলা চেয়ারম্যান জানায়, আমার উপর পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। আমি থানায় মামলা করবো।