আসাদুল ইসলাম আসাদ,মেহেন্দিগঞ্জ।।
রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয়ের ব্যাপারে কঠোর অবস্থানে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন। ০৮/০৭/২০২৪ ইং তারিখ রোজ সোমবার বিকেলে মেহেন্দিগঞ্জ পাতারহাট বাজারে বিভিন্ন ফার্মেসি (ঔষধের দোকানে) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া যায়। এছাড়াও রেজিস্ট্রারড ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত এন্টিবায়োটিক বিক্রয় করায় ৫টি ফার্মেসিকে ৪৫,০০০/- জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেনের নেতৃত্বে পরিচালিত হয় এই মোবাইল কোর্ট। এসময় রাজিব হোসেন বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিনা প্রেসক্রিপশনে এন্টিবায়োটিক বিক্রি করায় ৫ টি ফার্মেসিকে ৪৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তাদেরকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যতীত গণহারে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।