নিজস্ব প্রতিবেদক // ময়মনসিংহের ভালুকায় নেশার টাকা না পেয়ে মাকে কোপ দিয়ে খুন করেছে ছেলে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার খারুয়ালী গ্রামে।
নিহত মায়ের নাম রুপিনা বেগম (৫৫)। রুপিনা বেগম চার সন্তানের জননী। তিনি খারুয়ালী গ্রামের মৃত শাহাব উদ্দিনের স্ত্রী। ঘাতক ছেলের নাম জনি মিয়া (২২)। ঘটনার পর ঘাতক ছেলে পালিয়ে গেলে রাত দেড়টার সময় পুলিশ উপজেলার বিরুনিয়া গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় জনি মিয়া নেশার জন্য তার মায়ের কাছে ২০০ টাকা চায়। এ সময় জনির মা জনিকে ভাত খেতে বলেন।
কিন্তু জনি তার মায়ের কাছে জোরপূর্বক টাকা চায়। রুপিনা বেগমের কাছে টাকা না থাকায় দিতে অস্বীকার করলে বঁটি দিয়ে জনি তার মায়ের ঘাড়ে এক কোপ দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।