নিজস্ব প্রতিবেদক // নওগাঁয় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় এক ক্যারাতে শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৮ জুলাই) রাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোজাহার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৪টায় নওগাঁর অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক নুরুজ্জামান সরকার এ রায় দেন। এ সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি শহরের রজাকপুর খলিফাপাড়া মহল্লার মৃত জনাব আলীর ছেলে মোস্তফা কামাল (৫২)। আদালত সূত্রে জানা গেছে, হালিমা আক্তার রেখা প্রায় ১৭ বছর আগে নওগাঁ সরকারি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেন।
পাশাপাশি একটি বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন। কলেজে পড়ার সময় হালিমা ও তার ভাই ওমর ফারুক শহরের মুক্তির মোড়ে ইয়াংকিং মার্শাল আর্ট একাডেমিতে ক্যারাতে শিখতে ছয় মাসের প্রশিক্ষণে ভর্তি হয়েছিল।
পরে সেই সুবাদে ক্যারাতে শিক্ষক মোস্তফা কামালের সঙ্গে তাদের পরিচয়। এক পর্যায়ে কামাল বিবাহিত হওয়া সত্ত্বেও ভুক্তভোগী হালিমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। পরে তা প্রত্যাখ্যান করাতেই ঘটে বিপত্তি।
এদিকে বিয়েতে রাজি না হওয়ায় পরের দিন ২০০৬ সালের ১১ মে ভোরে হালিমার বাড়িতে ঢুকে তাকে অ্যাসিড নিক্ষেপ করে কামাল। এ সময় শরীরের বেশ কয়েকটি অংশ মারাত্মকভাবে ঝলসে যায় হালিমার। তাৎক্ষণিকভাবে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে একই দিন থানায় কামালের বিরুদ্ধে অ্যাসিড অপরাধ দমন আইন ২০০২ এর ৫ (ক) ও (খ) ধারায় মামলা করেন ভুক্তভোগীর বাবা রহমত আলী মণ্ডল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোজাহার আলী জানান, প্রায় ১৭ বছর ধরে চলে এ মামলার বিচারিক প্রক্রিয়া। মামলায় দীর্ঘ শুনানি শেষে অ্যাসিড অপরাধ দমন আইনের-৫ (ক) ধারার অপরাধটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় কামালকে যাবজ্জীবন কারাদণ্ড ও নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।